আকাশে মেঘ, মেঘ জমেছে গাছে
ছায়ামলিন বসন্ত কার নাচে


কার বসন্ত ? তোমার আমার হাওয়া
উল্টোমুখো - পরস্পরকে চাওয়া


নিছকই এক পাগলামি যে জানি
তবু তো মন গায় যে আশার বাণী


আশা মানে হঠাৎ গাছে ফুল
আশা মানে হাওয়ারও দিকভুল


যদি ঘটে, ঘটতেও তো পারে
কেউ জানে না দাঁড়ায় কে কার দ্বারে


হঠাৎ কখন - দাঁড়িয়ে যেতে বাধ্য
মিলিয়ে নেবে সব অঙ্ক, কার সাধ্য


আমরা তবু অচেনা দুই স্রোত
বইতে বইতে যেদিকে যাই - পথ


আমরা তবু পরস্পরের দৃষ্টি
আকাশে মেঘ, বুকের ভেতর বৃষ্টি