আলোর বেদনা বোঝে এই মাটি
এই মাটি জানে অন্ধকার


জানে সে প্রাণের শর্ত
কীভাবে অঙ্কুর হয় বীজ


কী সুরে বইলে হাওয়া
অশ্রু ঝরে


দুঃখগুলো ফুল হয়ে ফোটে