বন্ধু যখন, যা দিবে দাও
দুঃখ আঘাত অপমানও মিষ্টি মধুর


বন্ধু যখন, যা নিবে নাও
শূন্য করে এবার আমায় মুক্ত করো


মুক্তি মানে, বীজের মধ্যে সুপ্ত যে গাছ -
বাইরে আনো


মুক্তি মানে তোমার আকাশ -
আামার ফাঁদে আমি যেন না পড়ি আর


বন্ধু যখন, আলো আঁধার এই যে খেলা
পাল্টে নেবো যখন-তখন


বন্ধু যখন মালিক তুমি, ভাবনা কী আর -


শূন্য আমি পূর্ণ আমি, আমারই সব