কবরের কাছে গিয়ে পথগুলো পাখি হয়ে গেছে
তাদের পালক থেকে ঝরে-পড়া সোনালি কিরণ
তোমাকে ছুঁয়েছে যেই খুলে গেছে সব আবরণ
খুলে গেছে যত চোখ শুকনো পাতায় গাছে গাছে


খুলেছে প্রাচীন যত গুহামুখ বিবিধ বাকল
এ কোন মরমী দেশ হে মোচন এত উজ্জ্বলতা
এত যে নৈঃশব্দ্য আলো আমাদের প্রাণ বৃক্ষলতা
কী করে সইবে বলো সে তো চায় শব্দ কোলাহল


শব্দ আার ছায়া দিয়ে আঁকা যদি ইহলোকসীমা
তুমি তার পর্দা ছিঁড়ে কেন এত রৌদ্র জল ফেনা
এখানে পাঠালে বলো এ বুঝি নতুন করে চেনা
পাখির উড়ালপথ তুমি আর তোমার মহিমা


এ গোরস্থান  জুড়ে পাতাহীন একটি টগর
অজস্র  আঙুল  তুলে কী দেখায় - আরশিনগর ?