কে আমার বাঁশি, বলো
আমি কার বাঁশি


মেঘ-রোদ্দুরের কথা হাওয়া জানে
সে-ই এসে ফুঁ দেয় শরীরে আমার


সে-ই জানে কার বাঁশি, কার সুর


সুরের সাধক কোন মেঠোপথ
রাখালের চোখ, নীরবতা