তমসা নদীর তীরে
আমাদের ঘর
ঘুটঘুটে অন্ধকার
ঘরের ভিতর
কখন যে বান ডাকে
ঘরে ঢোকে ঢেউ
কেউ কাঁপে থরথর
অবিচল কেউ
জলে ভাসে চূর্ণ চাঁদ
মিটিমিটি তারা
বহিছে অনন্ত স্রোত
তমসার ধারা