মৃত্যু অবধি
                                       - মুকেশ মন্ডল


তোকে আমার রাধা হতে বলছি না,
তুই কি আমার রূকমিনী হবি?
দুদন্ড ভালোবাসা দিয়ে আকড়ে রাখবি-
                                    মৃত্যু অবধি !
তোকে আমার পাপকর্মের সিঁড়ি করবো না,
তুই আমার অনুশোচনার অগ্নিস্নান হবি?
তোর সকল পবিত্রতায় বেঁধে রাখবি-
                                    মৃত্যু অবধি!
আমার নিপুণ অভিনয়ের মঞ্চে তোকে খুজি না ,
তুই কি আমার হৃদয়ের ক্রন্দন হবি?
নিজের অস্তিত্ব ক্রন্দনে বহমান রাখবি-
                                    মৃত্যু অবধি!
তোকে আমার চরিত্রের বিবরণ হতে বলছি না ,
তুই আমার ময়না তদন্তের কারণ হবি?
তোর এমনই বন্ধনে ধরে রাখবি-
                                  মৃত্যু অবধি!
তোকে আমার মিছে বকবকানি হতে হবে না,
তুই আমার প্রতিটা নিঃশ্বাসে ভাষা হবি?
এ ভাষায় শরীর-আত্মার বন্ধন রাখবি-
                                     মৃত্যু অবধি!
তোকে আমার গ্রীষ্মের দহন জ্বালা হতে হবে না,
তুই আমার ঘর্মসিক্ত দেহের ঠান্ডা অনুভূতি হবি?
এমন পরশে আমায় কাছে রাখবি-
                                       মৃত্যু অবধি!
তোকে বিধ্বস্ত রাজ্যের রানী করতে চাই না,
আমায় একটু জীবনের স্বাদ দিবি?
এই স্বাদের অংশীদার করে রাখবি-
                                         মৃত্যু অবধি!
নিষ্ঠুর শাসক এখন দাসী খোঁজে না,
শাসক রে দাস করি, শাসনকত্রী হবি?
দাস রূপেই না হয় পাশে রাখবি-
                                           মৃত্যু অবধি!
তুই কাব্যের মূল চরিত্র হবি কিনা জানি না ,
তবুও প্রশ্ন রাখি, আমার পুর্ণতা হবি?
না হয় কাঙালেরে প্রতীক্ষায় রাখবি-
                                           মৃত্যু অবধি!