এখন আঁধার
বেলা ডুবে গেছে
বিন্দু শিশির কণা
জড়াতেছে ঘাসে ঘাসে।
এই কার্তিকের সন্ধ্যায়
ধানের ক্ষেতের সরু আলে
জমে গেছে ঘাস হিম কুয়াশায়।
দূর হতে এসে বহু পথ পাড়ি দিয়ে
শীতার্ত বাতাস জড়াতেছে
ভাঙা নৌকোর গলুয়ে।
কঁচি পেঁয়াজ পাতায় খেলে নবীন উদ্দীপন
সন্ধ্যার আঁধারে ওরা চুপিসারে
করে শিশিরের সাথে আলাপন।
এখন আঁধার
বেলা ডুবে গেছে
ক্লান্ত ফসলের মাঠ
শীত নিদ্রার প্রস্তুতি সারে।
বার্তা তার ছড়াতেছে রোজ
শিশির কণা সন্ধ্যার ঘাসে ঘাসে।