আমিও তোমাদের মতো নেশা করি।
মেঠো পথে কাদা মাখা পায়ের ছাপ ধরে চলবার নেশা।
সদ্য কর্ষিত কৃষি জমির ঢেউ খেলানো মাটির
নেশা।
সুতো কাটা ঘুড়ি দৌড়ে ধরবার নেশা।
শাপলা ফোটা বিলের নেশা আমাকে টেনে নেয়
স্থল থেকে জলে।
আমাকে আমার আটকানোর সাধ্য নেই।
পরাজিত হয়ে ওদের হাতে সমর্পণ করে দেই নিজেকে।
ফড়িং দেখলেই আমার নেশা জাগে
পিছু পিছু ছুটে যাই জলা-জঙ্গলে।
বাদলা দিনে ভেজা মাটি আমার নেশা জাগায়
লুটোপুটি খেয়ে যাই জল কাদায়।
শিশির ভেজা সোনালি ধান দেখলে
নিজেকে হারিয়ে ফেলি,
ছুটে গিয়ে ছুঁয়ে দেখি
রোদে পোড়া আমার কৃষক বাবার স্বপ্ন গুলোকে।
তোমাদের নেশা কি স্বপ্ন ছুঁয়ে দেখবার স্বাদ দেয়.?
অথবা পিছল কাদায় গড়াগড়ি করে,
দলবেঁধে জলে নেমে নাকে-মুখে পানি ঢুকবার সুখ.?
আমার নেশা কখনো কখনো
পাকুড় গাছ থেকে লাফিয়ে পড়ে বানের জলে।
আমিও নেশা করি
হয়তো তোমাদের মতো দামী নয়
তবুও আমার নেশায় ডুবে যেতে
অনেকেই মুখিয়ে রয়।