এলো তব বিদায় বেলা
শেষ হলো এই খেলা
ছিল ক্ষণিকের আলয়,
ভুল সব পিছে ফেলে
যা তোরা অগ্র পথে চলে
যেখানে সার্থকতা মিলায়।
আজিকের এই কান্না
টক-ঝাল-মিষ্টি রান্না
ছিল না অপ্রতুল,
নতুনের আহবানে
নিশ্চিত দিগন্ত পানে
তুলে দে তোর মাস্তুল।
এ তো নয় বিদায়
নেবে না কেউ দায়
হেরে যেন না যাস,
চেষ্টা কর সর্বস্ব দিয়ে
ঢাল তরোয়াল নিয়ে
যতক্ষণ আছে শ্বাস।