বঙ্গ মাতা, প্রকৃতি মাতা দেখে যা তুই ওরে
তোর সোনার ছেলেরা তোরে নিয়ে
খেলছে কেমন করে !
তোর দোহাই দিয়ে শত
ছড়াচ্ছে রোজ কুৎসা কত ।    
এখানে কি কিছু বলা যায় !  
একের কথা অন্য মুখে মিথ্যা বনে যায় ।  
কথার সাথে নেই তো কাজের মিল
ক্ষমতার বলে, গায়ের জোরে
গড়ছে অট্টালিকা,
করে ভরাট পুকুর -নদী-ঝিল ।
দেখেও দেখে না, শুনেও শোনে না
তোর ঘরের প্রহরী,
এদের থেকে মুক্ত হতে
আছে মা কত দেরি ?    
বৃটিশরা না হয় মা
ছিল রে ভিনদেশী,
কেমন করে সই সে ব্যথা
যদি সে হয় স্বদেশী !  
বলতে পারিস মা,
জাগবে কে আবার কবে ?
তিমির রাত্রি কেটে আবার
নতুন সকাল হবে ।
বঙ্গ মাতা,লক্ষ্মী মাতা  ওরে,
আর কতকাল রইবি চুপটি করে ?