তোমাদের সাদা মেঘে
আমি অযাচিতভাবে ঢেলে দেই বৃষ্টি
মেঠো পথে ঘুরে এসো
আঁকাবাঁকা চেনা রূপে বিধে যাবে দৃষ্টি।
এ পথ আমার ছিল
কাঁচা মিঠে সন্ধ্যা
কলি ফুটে ফুল হলে
মেটাতো সে মন্দা।
এই নদে আমি যবে
ঘুরতাম জলে ভেসে
সাদা হাঁস পিছু নিতো
ভেসে যেত ভিন দেশে।
তোমাদের মেঘ যদি
ঝরে দেয় খরা শেষে কভু এক বৃষ্টি
আমারেও সাথে রেখো
হাতে হাত মিলে হবে নব সুর সৃষ্টি।