বিদায় মরুর অরণ্য
বিদায় ইট পাথরের আকাশচুম্বী অট্টালিকা
বিদায় এ শহরের বিষাক্ত বাতাস,
তোমরাও খুঁজে নিও নিরাপদ বিচরণ ক্ষেত্র।
দাম্ভিকতার বর্ধিত শাখাপ্রশাখা
নিজেকে নিজেই গ্রাস করে ফেলছে আজ।
আত্মাভিমানের ভারী পদচারণের আঘাত
পথের নবীন ধূলিকণাকেও করেছে ক্ষতবিক্ষত।
আলাদিনের প্রদীপ যদি পেয়ে যাই কোনদিন
দেখা হবে উত্তাল নদীর ক্ষয়িষ্ণু তটে
অথবা চৈত্রের ক্লান্ত দুপুরে
কোন এক অশ্বত্থের ছায়ায়।
দুদণ্ড বিশ্রামে সেদিন শুনে নিও
আজকের পূর্ণতা না পাওয়া  অনু কাব্য গুলো।