অভিযোগ তুলে ফিরে যাও পথে, শুরু হোক পরিবর্তন
কে চড়েছে কোন সে রথে, দেখো না ক্ষণের বিবর্তন।
পরশ পাথর নেইকো হাতে, মানবে মনের দাবী.?
যাচ্ছো তুমি কায়ার সাথে, খাচ্ছ অভিযোগের খাবি।
বেলা ফুরলে নীড়ে ফেরে পাখি, খড়কুটো-তেই আশ্রয়
উড়ে যাও পাখি বেঁধে না রাখি, আর নেই মনের প্রশ্রয়।
পথের ভিড়েই পথ হারায় পথিক, ভুলে যায় লক্ষ্য নিশা
রঙে রঙে ফের লেগে যায় বাতিক, গুলিয়ে ফেলে দিশা।
হাসছো তবে কি আর হবে, সময় বড়ই স্বার্থপর
দেখছো যেমন তেমনি রবে, মেঘের পরেই রঙিন ঘর।
নেই কোন দাবী ডাকছি না আর, ফিরে এসো মোর নয়নে সেই
মলিন বদন ঝরছে আবার, মৃত লাশের তো অভিযোগ নেই।