বস্তুতঃ আমি বেরসিক
তোমাদের মতো ভরা পূর্ণিমা দেখে
আমার প্রেমবোধ জাগ্রত হয় না।
জাগ্রত হয় না ভ্যালেন্টাইন্স নামক বিশেষ দিনে।
নির্দিষ্ট বিরতিতে জোয়ার ভাটার আবর্তনের মতো
আমার প্রেমবোধ চন্দ্র ঘণ্টা মানে না।
বস্তুতঃ আমি বেরসিক।
তোমাদের কৌণিকতার পরিমাপে
আমি বেরসিক নামক বৃত্তের বাইরে আসতে পারি নি।
বস্তুত আমি বেরসিক
অন্ততঃ আমি তাই জানি।
আমার প্রেমবোধ ভরামৌসুমেও খরায় কাটে।
বলতে পারো আমি একজন বেরসিক।
আমার প্রেমবোধ যখন তখন জাগ্রত হয়
এই ধরো, আজ বৃষ্টি হচ্ছে,
সন্ধ্যা নামছে মেঘের ডানায়
শীতল সন্ধ্যা বৃষ্টি নুপুর পায়ে রোমান্টিকতা ছড়ায়
আমার বেলায় প্রেমবোধ জাগ্রত হবার কথা থাকলেও তা হয় না।
অথচ প্রচন্ডরকম চৈত্রের মাঝ দুপুরে
জলতেষ্টার বদলে আমার প্রেমতেষ্টা পায় ।
আবার হয়তো আমার প্রেমবোধ জাগ্রত হয়
প্রিয়তমার প্রেমবোধ সমাপ্তির অব্যবহিত পরেই।
আজ ভরা পূর্ণিমা নয়,
ক্ষয়িষ্ণু চাঁদ অথবা অমাবস্যার রাত
দমকা হাওয়ার মতো কোথা থেকে যে
আমার প্রেমবোধ এসে হাজিরা দেয়।
অথবা প্রেয়সী যখন পেঁয়াজ কাটতে গিয়ে
চোখ ভরা জল নিয়ে রেগে আছে
কিংবা রান্না করতে গিয়ে উনুনের আঁচে
প্রচন্ডরকম তেঁতে আছে
আমার প্রেমবোধ তখন হঠাৎ জাগ্রত হয়।
প্রেম বৃক্ষের সতেজ ফলটি সুমিষ্ট হবার বদলে
তিক্ত রসে তখন জিহ্বা এফোঁড়ওফোঁড় করে দেয়।
সুতরাং পরিশেষে বলতে পারো
বস্তুতই আমি বেরসিক।
(প্রমাণিত) ।