শীর্ণ কাপড়ে রৌদ্রে পুড়ে
ঘুরছে সে এ নির্মল ভূবন,
পাতাঝরা বৃক্ষের সম
দুঃখ ঝরে জুড়ে সমস্ত জীবন।
বাহ্যিকতা করুন রাঙানো
অতি ঘন দুর্ভেদ্য জঙ্গল,
রৌদ্র দিনেও অন্ধকারে
আচ্ছাদিত রাখে পদতল।
ল্যাম্পপোস্টের জীর্ণ আলোর মতো
ধীকে ধীকে জ্বলে জীবন,
দিবস নিশিতে স্টেশনের প্ল্যাটফর্ম
আর তার এক ক্ষুদ্র কোণ অতি আপন।
দৈন্যতার কড়াল গ্রাসেও
থমকে থাকে না স্বপন,
নাটাই হারা ঘুড়ির মতো
গন্তব্যহীন এদের জীবন।
পথের ধারে অবহেলায় ফোটে
নির্মল এ এলামন্ড,
জীবন এদের জীবন বটে
এরা ভূধরে ভ্যাগাবন্ড।