সময়ের স্রোতে আমি ভেসে চলি -
ব্যস্ততার ধাঁধা বোঝে না এই মন
বারে বারে ফিরে যায় কাব্যের ঘরে
দরজা খুলে পিশাচ এই সমাজ
আর বলতে থাকে ,
''ঠাঁই নাই , ঠাঁই নাই ,
মন নিষিদ্ধ এই কাব্যের ঘরে । ''


হায় !
কে দিবে মোরে ঠাঁই
যেথায় কাব্য ভূষিত হয় কালচে রঙের ছাই ।
তবে কি ,
কবির মন এই পিশাচ সমাজের আশ্রিতা ?
তবে কি ,
রচিত কাব্য আমার লজ্জিত ধর্ষিতা ?


না;
আমি তো যাইনি
অপরাধীর স্বীকারোক্তির খোঁজে ।
আমি তো করিনি
কোনো মামলা মোকদ্দমা ,
রচিত কাব্যের ধর্ষণের দরুণে ।
জড়িয়ে যাই নি ,
পিশাচ মহলের মত্ত রাজনীতি
        কিংবা নোংরা আইনের বেড়াজালে ।


উন্মাদের মত আমার ফিরে চলা
ঐ নিষিদ্ধ কাব্যেরই ঘরে ।
কোনো অভিযোগ হয় না ।
তৈরি ও হয় না
কোনো রাগ-ক্ষোভের ভ্রূণ ।


কেবল ই বাসনা জাগে ,
   পিশাচের দ্বারে
ফেলে রেখে যাই একদলা থুতু
   যার সাথে মিশে আছে ঘৃণ্য রক্তের বিষাক্ত ধাতু ।