আজকে রাতে হটাৎ হলো
বিদ্যুৎ গোলযোগ,
অসহ্য এই ভেপ্‌সা গরম
করতে হবে ভোগ?
অবশেষে এক ভগ্ন খাটে
বাইরে বিছানা পাতি,
শীতল বায়ে পরাণ জুড়ে
কাটবো সারা রাতি।
একটু পরেই গুনগুনিয়ে
আসছে মশার দল,
'ও পজেটিব' রক্ত বলে
করছে কোলাহল।
ঝাঁকে-ঝাঁকে সব বসছে এসে
আমার শরীর জুড়ে,
উপক্রম যা সবাই মিলে
নিয়েই যাবে উড়ে।
হায় ভগবান, রক্ষে হলো
লাখ-লাখ ছারপোকা,
রইল টেনে নিম্নদেশে
মশক পেল ধোকা।
শেষ অবধী পাইচারীতে
কাটলো রজনী বেশ,
রাত জাগরণ করলে নাকি
পক্ক হয় না কেশ?
কি করে আর হবে পক্ক
টাঁকেই মাথা ভর্তি,
আজব কবির আজব পাঠক
সবাই করে ফুর্তি।