বরাবরই প্রথম সিট টা
বরাদ্দ আমার থাকতো,
গ্রামেরই এক বখাটে বন্ধু
লাস্ট বেঞ্চিতে বসতো।
মাধ্যমিকেও ভালোভাবেই
পাশটি আমার হলো,
বন্ধু কিন্তু ফেলটি মেরে
পিছিয়ে পড়ে গেল।
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি
সকল হলো সারা,
প্রতি বারই বজায় ছিল
কৃতি সাফল্যের ধারা।
পাল্টি মেরে বন্ধুর কিন্তু
আর হলো না পড়া,
শাসক দলে যুক্ত হয়ে
করলো জীবন গড়া,
পাড়ায় এখন দাদা সে যে
দলেও ভারী রাস,
কোনও কিছুর প্রয়োজনে
যাচ্ছে ওরই পাশ।
মা বললো... "শোন রে খোকা
অনেক পড়া তো হলো,
তোর বন্ধু সবকে চাকরি দিচ্ছে
তুমিও নাহয় বলো"।
অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো
বাবার অসুখ দেখে,
শূণ্য গৃহের, অভুক্ত বোনের
ব্যথার আতর মেখে।
বন্ধু বাড়ি পৌঁছে দেখি
দরবার আজ ঠাসা,
সৌখিন সব আসবাব আর
বিলাস বহুল বাসা।
বন্ধু আজকে ফার্স্ট বেঞ্চে
আসন খানাও দামী,
হাজার ডিগ্রী সঞ্চয় করেও
লাস্ট বেঞ্চিতে আমি।