আমার হৃদয় তোমার মাঝে
ধক্ ধক্ করে চলবে,
তোমার দেওয়া দুঃখগুলো
কাল আলোড়ন তুলবে।
বিরহ ব্যথায় কষ্ট আমায়
এতদিন যাহা দিলে,
কেমন লাগবে ভাবতে পারো?
সেই ব্যথা তুমিও পেলে!


বিশ্বাস হলো না তাই না?


কোলকাতার চিকিৎসালয়ে
প্লাবন এনেছে দেশে,
মানবিকতায় উদার সরকার
জনগণকে ভালবেসে।
রাণীগঞ্জের যুবক রাখাল
পিজিতে হলেন ভর্তি,
চিকিৎসক বলেন রাখাল দাসের
হৃদয় হয়েছে ক্ষতি।
চিকিৎসা করতে খরচ পড়বে
পনেরো -কুড়ি লক্ষ্,
বিবেক মৃত সৈকত লাট্টু
হলেন রাখালের রক্ষ।
সৈকতের হৃদয় দিয়ে মা-বাবা
বাঁচালেন রাখালের প্রাণ,
বিনামূল্যে ঔষধ দিয়েও
সরকার রাখলেন মান।
ধন্যবাদের ভাষা হারায়
ডঃ প্লাবন মুখার্জির প্রতি,
মানুষ রূপে দেবতা তিনি
জ্বালছেন জীবন জ্যোতি।
বাঙালীদের আজ তুচ্ছ ভেবে
আর করো না অবহেলা,
এই ঘটনায় প্রমাণ করে
এগিয়ে আবারও বাংলা।


সূত্র-বর্তমান পত্রিকা(১৭ ও ১৯/১১/১৮)