এই বৃষ্টি তোমার শহর মুক্ত প্রদূষনে,
এই বৃষ্টি গ্রামের মানুষ কষ্টে কে তা জানে!
প্রলেপ দেওয়া মাটির খামার গবরে জীবাণুমুক্ত,
ভেস্তে গেল চিত্রকলা দেয়ালে অঙ্কিত।


এই বৃষ্টি তোমার শহর ত্রাণের হিসাব কষে,
কৃষকের ধান কাটা খেতে মাথায় হাত বসে।
তোমার শহর শেয়ারবাজার চড়াই-উৎরাই চলে,
এই বৃষ্টি সোনার ফসল ভাসছে কাদা-জলে।


তোমার শহর হাসতে জানে অপেক্ষাদের ভিড়ে,
আমার গ্রাম কাঁদছে বসে বর্ষা ধারায় নিড়ে।
প্রাণচঞ্চল তোমার শহর বৃষ্টির ফোঁটায় ভ্রম
কৃষক বুঝে চতুর্থ মাস ব্যর্থ পরিশ্রম |