এই তো জীবন ভাল,মন্দ,
দ:খ, বেদনা, কান্না, হাসি,
কখনো বা ঘৃণা জাগবে মনে
কখনো বা ভালবাসা বাসি।
দু:খ যদি নাইবা পেলে
আনন্দ উপভোগ্য নয়,
ব্যথার পরে সুখের পরশ
তবে তো সুখ বুঝবে সই।
যখন আঁধার রাত্রি নিশি
মন খুঁজে রে আলোর দিশা
আলোই যখন ভরবে জীবন
কেটে যাবে সব আঁধার নিশা।
যে পায় নি দুখের জ্বালা সে
কি করে বুঝবে সুখ কেমন
বেদনা জ্বালা শেষ হলে
সুখে ভরবে মোদের জীবন।
যে শিশু হোঁচট খায়নি কভু
সে কি আর চলতে শিখে,
নামতে হবে জলের বুকে
শিখবে কি কেউ সাঁতার দেখে?
কান্না -হাসি  লুকোচুরি
এই আমাদের জীবন গড়া
জন্ম -মৃত্যু, আলো-আঁধার
বিরহ আর প্রেমের ধারা।