নগ্ন নির্জন তপ্ত দুপুর,
হেঁটে চলেছি
শুধুই চলেছি
ক্লান্ত পথিক এক
মরুভূমির পথে
হেঁটে চলেছি
এক পশলা আঁচলের  ছায়া
কিম্বা একটু শীতল বারির আশাই।
আর হতাশ হয়েছি
যখন দেখেছি
সম্মুখে শুধু মরিচিকা
শুধুই মরিচিকা।


তবু চলেছি
শুধুই চলেছি।
ফুলে ফুলে পরাগের সম্পর্ক,
আদিম কালের মিথুন মুর্তি,
নীল সমুদ্র পার হয়ে
পরিযায়ী পাখির আগমন দেখেছি।
বার বৎসর পর
বাঘিনীর মাতৃসুলভ যন্ত্রনা শুনেছি।
আর আদম যেখানে অসহায়
সেখানেই ইভ এর আবির্ভাব।


আমি এক সঙ্গীহীন পথিক
পথ চলেছি
হেঁটে চলেছি
শুধুই চলেছি।।