তোমার কথা আজও ভাবি শত ব্যস্ততার ফাঁকে,
জীবন আমার হারিয়ে গেছে তোমার পথের বাঁকে।
         প্রথম যেদিন দেখেছিলাম,
           রূপে গুণে পাগল হলাম,
মধুকরেদের ফুটন্ত ফুল যেমন করে ডাকে,
পিছলে গিয়ে পড়েছিলাম গভীর খাদের পাঁকে।


সুনামির মতো সহস্র ঝড় আছড়ে চলে গেলে,
দুঃখ কাতর হৃদয় মাঝে ব্যথার প্রলয় খেলে।
             বজ্রাঘাতে হৃদয় হানে,
           দুখের পাহাড় চেপে প্রাণে
সইলো এ বুক শত যন্ত্রণা অবাধ অবহেলে,
তবু তোমার পূর্ণ জীবন আনন্দ সুখ পেলে।


জীবন এখন ক্লান্ত, খুঁজে সুখের মরিচিকা!
স্বচ্ছলতার চিত্রেও দেখি কৃষ্ণ রঙে আঁকা।
         যেথায় থাকো সুখে থাকো,
          আমায় যেন ভুলে রেখো,
ভূ গোলার্ধের ঘূর্ণি পাকে হয় না যেন দেখা,
জন্মগত একাই ছিলাম থাকতেও চাই একা।