কোলাহল মুখর এই পৃথিবীতে
ঘটছে ঘটনা কতো,
স্বার্থের যুগে মানুষ আজকে
দেখেও দেখে না সেতো।
আমি তো দেখেছি রুগ্ন শিশুকে
অন্নের অভাবেতে,
ক্লান্ত দুপুরে আগুনে ঝলসে
মুসিক, ব্যাঙাচি খেতে।
আমি তো দেখেছি যুবতী বিধবা
চাকরির লালসায়,
শাসক দলের নেতাদের কাছে
প্রতারিত হয়ে যায়।
আমি তো দেখেছি বোতল কুড়াতে
যাদেরকে ডাস্টবিনে,
প্রশাসনের চোখে তারাই ব্রাত্য
স্বচ্ছতা অভিযানে।
আমি তো দেখেছি বেকার যুবক
হাপিত্যাশায় ভুগতে,
বাড়ন্ত যা কিছু ঘুষ দিয়ে শেষে
ফাঁসির দড়িতে ঝুলতে।
আমি তো দেখেছি অসুস্থ স্বজন
পথ্যের অভাবেতে,
অসহ যন্ত্রনা সহ্য করেও
অসময়েই মরতে।
আমি তো দেখেছি কৃষকেরা করে
কঠোর কঠিন কষ্ট,
ঝড়, ঝাপটায়, খরা, বন্যায়
হয় সে ফসল নষ্ট।
আমি তো দেখেছি পথে প্রান্তরে
দুর্ঘটনা কবলিত,
সহায়তা ছেড়ে মোবাইল ফোনে
সেল্ফি নিতেই ব্যস্ত।
আমি অসহায় শব্দের চাষী
পারি না কিছুই করতে,
মানুষের দুখে কেঁদে উঠে মন
ব্যথায় কলম ধরতে।
শুধু দেখে যাবো শুধু লিখে যাবো
শুধু গেয়ে যাবো গান,
বঞ্চিতেরা যদি প্রতিবাদী হয়
যদি জেগে উঠে প্রাণ।