এ শুধু নয় শীতের বিদায়
এসেছে আজ ফাগুন,
বন বাদাড়ে পলাশ ফুলে
জ্বালিয়ে দিতে আগুন।
রুখা মাটির সুখা ভূঞে
শুধুই  পলাশ গাছ,
মৌমাছি আজ মধু লোভে
লাগায় খুশির  নাচ।
আয় না সখি যাবো দুজন
ঘুরতে পলাশ বন,
ফাগুন এলেই আমার কেন
পলাশ রাঙা মন?
চলনা সুজন মিলব দুজন
পলাশ গাছের তলে,
বাসর রাতের শয্যা পাতা
গলিচা মখমলে।
উষ্ণ ছোঁয়া প্রেমের পরশ
তোমার আলিঙ্গনে,
চলনা দুজন হারিয়ে যাব
অনন্ত ফাল্গুনে।