বছরের শেষে ঝরা কচি শাখে
নব পল্লব আসে,
যৌবন ধারা উছলিত আজি
প্রেমের মধু মাসে।
দিকে দিকে আজই আমের মুকুলে
ভ্রমরের গুঞ্জন,
শিমুল ফুলেতে, পলাশ বিথিতে
অলি কূল ভঞ্জন।
আকুলিত হয় আমার পরান
দখিনের সমিরনে,
নিতি নিতি স্মরি তোমার বদন
হৃদ অন্তর মনে।
তবু কেন তুমি এমনই দিনে
আমারে বিরহ দিয়ে,
অন্যের প্রাণ প্রিয় হলে তুমি
আমার পরান প্রিয়ে।
কোকিলের সুর একাকার হয়
সানাইয়ের নহবতে,
বিদায় জানিয়ে চড়েছিলে তুমি
প্রিয়তমাসুর রথে।
তোমার বিদায় অপলক চেয়ে
যতদুর যায় দৃষ্টি
ফাগুন এলেই আমার ভিতর
অসময়ের বৃষ্টি।