মন জুড়ানো কাব্যে করি
তোমার আরাধনা,
সুখের অভিলাষের তরে
আমিও দীন মনা।
চারদিকে আজ মলয় পবন
শরৎ আগমনী,
সানাই আজি উঠল বেজে
মায়ের স্তুতি বাণী।
কাশের বনে ঢেউ খেলে যায়
শুভ্র স্নিগ্ধ বায়ে,
উছল গঙ্গে লহর যেমন
পাল তুলে যায় নায়ে।
জুঁই চামেলি আর দোপাটি
অপরাজিতায় কুঁড়ি,
শিশির ভেজা সিক্ত ঘাসেতে
মুক্তোর ছড়াছড়ি।
দ্রিমি দ্রিমি আজ ঢাকের রোলে
রব তুলে অহর্নিশি,
একতারাতে  বাউল মাতে
রাখালীয়ার বাঁশি।
এমন দিনে আমার প্রাণেও
স্বপ্নের আনাগোনা,
মন জুড়ানো কাব্যে করি
তোমার আরাধনা।


মা গো তোমার আরাধনা।