প্রকৃতি আজ ভারাক্রান্ত
উদাস করা মন,
ঝিরিঝিরি বৃষ্টি ধারায়
ভিজছে অনুক্ষণ।
বন বাদাড়ে গাছ গাছালি
চঞ্চলতায় ভরে,
খেটে খাওয়া কাজের মানুষ
আবদ্ধ আজ ঘরে।
সরকারী ও বেসরকারি
কর্মচারী আজ,
বাধ্য হয়েই যাচ্ছে অফিস,
পড়ছে যেন বাজ।
ব্যবসায়ীরা আশায় বসে
সদর দ্বারে দৃষ্টি,
আড্ডাবাজের চটুল বাক্য
জমায় কথা মিষ্টি।
দস্যিপনার চেংড়া ছেলে
ঘরের ভিতর জব্দ,
অলস যারা ফেসবুকেতে
মুঠোফোনেই বদ্ধ।
এই সুযোগে রসিক নাগর
প্রিয়তমার আশে,
উষ্ণতারই প্রলেপ মেখে
সন্নিকটে আসে।
অকেজোর কাজ নষ্ট করে
অসময়ের বৃষ্টি,
আমি নাহয় কলম খাতায়
কাব্য করি সৃষ্টি।