অশুভ'র প্রতি শুভ'র জয়
কবে কোন কালে হলো,
এবারেও তাজা ষাটটা প্রাণ
দুর্ঘটনায় কেড়ে নিল।
অতীত সাক্ষী প্রতিটা বছরে
ঘটেছে মারণ লীলা,
কবে যে হলো শুভ'র জয়
মুশকিল এটাও বলা।
যন্ত্র দানবের ধোঁয়ায় আজ
বিষাক্ত আবহাওয়া,
আতশবাজির রাবণ দহনে
মুশকিল শ্বাস নেওয়া।
শব্দের চোটে শব্দ দূষণ
হওয়াটাও স্বাভাবিক,
মহানগরীতে রাবণ দহন
কখনই নয় ঠিক।
আদিবাসীদের আঘাত দিয়ে
এ কেমন মানবিকতা,
কারো ধর্মের বিরুদ্ধচারণে
জাগে না হৃদয়ে ব্যথা?
সর্ব ধর্মের সমন্বয় ভূমি
ভারতের সংবিধান,
রাবণ দহনে আদিবাসীদের
ধর্মে হারায় মান।
আমার বিচারে রাবণ পুড়ার
এ খেলা হোক বন্ধ,
ফিরে পাক ভারত সর্ব ধর্মে
সৌহার্দ্য বোধের ছন্দ।