বালির বুকে লিখেছিলাম নাম
আঙুল দিয়ে,
অস্তিত্বকে মজবুত করার প্রয়াস ছিল তাতে।
কিছু বাস্তব আর স্বপ্ন  
মুছে গেছে কিছুক্ষণ পরেই,
ছোট্টো একটা ঢেউ এসে।
মুছে গেছে আশা
আর ভালোবাসা........।


নয়নের অশ্রু মাটিতে পড়ার আগেই
শুকিয়ে গেছে জানি,
অবলম্বন আর সহায়
হারিয়ে যায় সাগরের গহ্বরে
মুছে যায় স্বপ্নের নাম।


স্বপ্নকে বাস্তব করা যায় না
সেই বিশ্বাস আজ মজবুত হয়েছে কংক্রিটের দেওয়ালের মতো,
বুকের ভিতর থেকে
বালির'পরে নামের মতো।


তবে এই দৃঢ় বিশ্বাস আছে
রক্তের সঙ্গে প্রবাহিত আমার নাম
একদিন আঘাত দেবে তোমার
হৃৎপিন্ডের দরজায় এসে,
তখন দ্বার খুলে দেখো
হোচোট খাওয়ার মতো
আমাকে পাবে
তোমার নয়নের সম্মুখে।