ছোটো জাতির ঘরে জন্ম
ছোটো জাত বলে গণ্য,
'মহর' পরিবার তখন দেশে
অস্পৃশ্য হিসাবে মান্য।
শিক্ষায় যদিও অধিকার ছিল
বসতে হতো স্কুলের বাইরে
জল স্পর্শের অধিকার নাই
পিওন নাই জল নাইরে।
নিজ প্রচেষ্টাই, অধ্যবসায়ে
উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে,
সর্ব শিক্ষায় শিক্ষিত হয়ে
'ভারত রত্ন' সম্মান পেলে।
হিন্দু ধর্মে জন্ম নিলেও
জাতিভেদ প্রথা চরম,
অবশেষে ধর্মান্তরিত হয়ে
দীক্ষা নিলে বৌদ্ধ ধরম।
অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়ে
দিকে দিকে হলে মানি,
বৌদ্ধত্ব লাভে বৌদ্ধ ধর্মে
'বোধিসত্ত'এ হলে জ্ঞানি।
পরিশেষে ভারতের সংবিধান
তোমার দ্বারা রচিত হল,
তোমার অবদানে এ দেশের
অস্পৃশ্যরাও সম্মান পেল,
শ্রেণী বৈষম্য, অস্পৃশ্যতা হটাতে
তুমি ছোটো জাতির ঈশ্বর,
নব ভারতের পথ প্রদর্শক
বাবা ভীমরাও আম্বেদকর।


গত কাল (১৪ এপ্রিল) বাবা ভীমরাও আম্বেদকরের জন্ম দিনে সহস্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলাম।