ঝরঝর শ্রাবণ ধারা
নয়ন ধারায় বহে,
বর্ষার এক একটি বিন্দু
বিদায় বেদনা সহে।
তাইতো তোমার বিচ্ছেদ ব্যথায়
শ্রাবণ এলো ধরায়,
বিশ্বব্যাপী কান্না দিয়ে
তোমার চরণ ধুয়ায়।
কান্না ঝরা এমনই দিনে
বিদায়ের বাঁশি সুরে,
ইহলোকের সকল মমতা
ছেড়ে চলে গেছো দূরে।
পার্থিব কায়া ত্যাগ করলেও
বিদায় দেয়নি মন,
হৃদয়ের মাঝে রয়ে গেছো
আজ বাইশে শ্রাবণ।