আগে যখন বেকার ছিলাম সুযোগ পেলে টানতাম বিড়ি,
চাকরি পাওয়ার পরেই পেলাম উন্নয়নের নতুন সিড়ি।
সাইকেলেতে চলতো আগে এবার নিলাম ফেজার গাড়ি,
নোকিয়া ছিল আগে প্রিয় সেট এখন স্মার্টফোনের ছড়াছড়ি।
বোনাস টাকায় ভাবছি এবার কিনবো নেনো কিম্বা জেন,
ফার্স্টক্লাসই বুকিং করি এবার যখন চড়ি ট্রেন।
আসি খেয়ে চালিয়ে দিতাম আগে যখন পায়নি কাজ,
ইংলিশ খেয়ে টলতে থাকি তবু আজ লাগেনা লাজ।
দুশো টাকায় শহর যেতাম ফ্রি গাড়ির পার্টির দলে,
এখন কুড়ি হাজার কম পড়ে কাপড় কিনতে সপিং মলে।
আগে পঁচিশ টাকা বাজার গেলে কপি পাতা নিতাম গুঁজি,
এখন দুশো টাকার বাজার করেও হাজার টাকার ইলিশ খুঁজি।
বাবা মায়ের সাধ্যি তো নেই নিজে পড়েছি প্রাইমারিতে,
আমি কিন্তু ছেলে পড়াবো এডম্‌স কিম্বা ডি. এ. ভি. তে।
এই বাড়ি আর ভাল্লাগে না কিনবো ভাবছি একটা ফ্লেট,
সুইমিং পুল কমন সহ টাইল্স বসা চক্‌চকে শ্লেট।
ভবিষ্যত ভাবতাম না এখন জোড়া ইন্সুরেন্স,
আগের বন্ধু বাদ-দিয়ে আজ লাফিং ক্লাবে হয়েছে ফ্রেন্ডস।
আগে হাজার টাকায় বাঁচতো কিছু সারাটা মাস চলতো দেদার,
এখন অর্ধ লক্ষ মাইনে পেয়েও মাসের শেষে করি উধার।


*উধার (হিন্দী শব্দ )=ধার