বর্ষা এলেই কবির প্রাণে
কাব্যের আনাগোনা,
শব্দেরা প্রজাপতি হয়ে
ছড়ায় রঙিন ডানা ৷
বার্ণিক ভূ-প্রকৃতির ন্যায়
সৃষ্টি সুখ মাতে,
যেমন তরুণ অরুণ প্রভা
ছড়ায় শুভ্র প্রাতে ৷
দৃষ্টি কবির প্রকৃতির প্রতি
সতেজ শ্যামল শস্য ,
কিন্তু তাহার বিপ্রতীপেও
থাকে আরেক দৃশ্য ৷
এড়িয়ে যাই কবির নজর
করুন নাট্যের অঙ্ক,
জীর্ণ কুটিরে বৃদ্ধ-বৃদ্ধা
ঘরময় অতি পঙ্ক ৷
দিবারাত্রির বৃষ্টি ধারায়
ঝরঝর ঝরে বারি,
বৃদ্ধ -বৃদ্ধা কাটায় যামিনী
গৃহকোণে বসে তারই ৷
বৃষ্টির ফোঁটা টপটপ পড়ে
এখানে ওখানে সেখানে,
কোনটাতে থালা কোনটাতে বাটি
কোনটতে কড়াই ছানে ৷
তবু থেকে যায় অশেষ ধারা
বহে চলে ঘরময়,
বসন, ভুষন, আসন, কুশন
সকলই সিক্ত হয় ৷
সিক্ত উনান সিক্ত জ্বালানি
অভুক্ত কালাতিপাত,
দৃষ্টিগোচর হীনতায় তারা
রয়ে যায় নির্ঘাত ৷
দেখেও না দেখে যেসব কবি
লেখেনি তাদের কথা,
সে সব কবির রচনা বিফল
কাব্য সাধনা বৃথা ৷