জন্ম মোদের ভুখার দেশে
কর্ম মোদের পন্থা,
ধনীর পাতে রাজভোগ দিতে
মোদের আহার পান্তা।
গাঁইতি, কোদাল, কাস্তে, সাবল
এইতো মোদের অস্ত্র,
সারাদিন কাল অষ্টপ্রহর
খেটেখুটে হয়ে ত্রস্ত।
মাঠে, ঘাটে, দোকানে, গুদামে,
কারখানা ও কলে,
দালানের পর দালান গড়ি
খাটি যে নদীর পুলে।
ধরনীরে চিরে সোনা তুলে আনি
সমুদ্র হতে মুক্তা,
গাছের গুড়িরে চিরে চিরে
বানাই মোরা তক্তা।
খাদানে খাদানে কয়লা লোহা
যত সব আকরিক,
জীবনেরে বাজি রেখে আনি
কর্মই প্রাণাধিক।
আমরাই দেশের ভীত নির্মাতা
তবু আমরা বঞ্চিত,
আমাদের রক্ত শোষণে হয়
ধনীর ধন সঞ্চিত।
কৃষক, শ্রমিক, মুটে, মুজুর
কর্ম মনা প্রাণ,
আজো শ্রমিকেরা অবহেলিত
বঞ্চিত তাদের ত্রাণ।
ডিজিটালের ঝড় ঝাপটায়
শ্রমিক মরে প্রাণে,
শ্রমিক সবাই বুঝুক আগে
মে দিবসের মানে।