নাইরে পুঁথি নাইরে জ্ঞান
নিরেট মুর্খ বোকা,
আমি কি আর লিখতে পারি
কবির মতো লেখা।
শুধু খাতায় আঁচড় টানি
শব্দ সহযোগে,
ভাবনাগুলি মনের পাতায়
লেখতে ভাল লাগে।
তাই সারাদিন শব্দরা সব
মনের বদ্ধ খাঁচায়,
পাখি'র মতো ডানা ঝাপটায়
পাখির মতো চেঁচায়।
বাধ্য হয়েই নিশীথ কালে
কলম খাতা নিয়ে,
শব্দরাকে মুক্ত করি
বাঁধন খুলে দিয়ে।
হৈহুল্লোড়ে বেরিয়ে তারা
খাতায় সুখে ভাসে,
কান্না ঝরায় দুঃখ কথায়
সুখের কথায় হাসে।
অবাধ তখন কলম আমার
বাঁধভাঙ্গা ঢেউ তুলে,
কৃষক যেমন হল কর্ষে
তেমনি কলম চলে।
পাখি যেমন মনের সুখে
কণ্ঠে জাগায় সুর,
সূর্য যেমন রাঙায় ধরা
ভাসায়ে রোদ্দুর।
জ্যোৎস্না যেমন রাত্রি কালে
মায়ার খেলায় মাতে,
শিশিরকণা মুক্তা ঝরায়
স্নিগ্ধ শরৎ প্রাতে।
দমকা হাওয়া প্রান চঞ্চল
যেমন করে চলে,
শব্দরা আমার ছন্দ হয়ে
পদ্য কথায় বলে।
পাঠক যদি আমার কাব্য
পাঠান্তে সুখ পায়।
শ্রম সার্থক ভেবে আমি
আনন্দে গান গায়।