যে বরষায় ওগো তুমি ভিজো
             আমিও ভিজি সেই জলে,
আমার হেথা যে পবন বয়
               সেই বায়ু সেথাও চলে।
বসন্ত আসে যবে আমার দ্বারে
                তোমার দ্বারেও ফাগুন,
ভ্রমর করে নৃত্য এখানে
                সেথা মৌমাছি গুনগুন।
হেথা যখন প্রখর তাপে
                   দিশাহারা হয় আমি,
দিবাকরের দাবদাহতে
                    পিপাসিত হও তুমি।
যবে উষ্ণতা খোঁজে কলেবর
                 তোমারও বাসনা ওমে,
শৈলতে আমার প্রাণ কাঁপে
                 তোমারও ব্যঘাত ঘুমে।
একি সে সূর্য আলোক রশ্মি
                একি সে জ্যোৎস্না রাতে,
মাঝি দাঁড় টানে যে গান গেয়ে
        সে গানে তোমারও প্রাণ মাতে।
যে ভাষাই তুমি কথা বল
            আমিও বলি সে ভাষায় কথা,
সেই ভাষাতে আনন্দধারা
              সেই ভাষাতে জানাই ব্যথা।


তবে তোমার ও আমার মাঝে
                 কেন কাঁটাতারের বেড়া?
গুড়িয়ে দিয়ে সকল আইন
                     কানুন যত ছন্নছাড়া।
দু দেশের সব প্রাচীর ভেঙ্গে
                  আমরা একাকার হবো,
ঈদের দিনে আলিঙ্গনে
                বিজয়ার দিনে চরণ ছুঁব।
মসজিদে হবে নমাজ পাঠ
             মন্দিরে বাজবে ঘন্টা ধ্বনি,
চার্চে হবে প্রার্থনা সভা
                 গুরুদ্বারেতে স্তুতি শুনি।
একে অপরে মিলবো গলে
                  কলুষমুক্ত হিংসা দ্বেশ,
বাংলা হোক না একটাই ভাষা
            বাংলা হোক না একটা দেশ।