দিনরাত কেন ভাবো মাগো
আমার বিয়ের তরে,
আর কটা দিন যতন করে
রাখো না তোমার ঘরে।
উচ্চশিক্ষা করবো মাগো
স্বাবলম্বী হবো নিজে,
তারপরে তো সাজবো মাগো
আমিও কনের সাজে।
পড়বো লিখবো বাড়বো আগে
আমরা 'সবুজ সাথী',
গ্রাম বাংলায় জ্বালাবো মাগো
উন্নয়নের বাতি।
'কন্যাশ্রী' প্রকল্পে আমরা
আর্থিক সাহায্য পাবো,
দেখবে তুমি দুচোখ ভরে
আমিও কলেজ যাবো।
আরো জানি মা আরো জানি
গরীব দুখিনী যারা,
নানান কাজে প্রশিক্ষণ দিচ্ছে
প্রকল্প 'আনন্দধারা'।
এই আওতায় কাজ শিখো মা
রোজগার করো ঘরে,
স্বচ্ছলতা আসবে ফিরে
আমাদের সংসারে।
প্রাপ্তবয়স হলেই আমার
বিবাহের কথা ভাবো,
বিয়ের খরচের জন্য টাকা
'রূপশ্রী' প্রকল্পে পাবো।
তাইতো বলি বাল্যকালেই
বিদায় করো না মোরে,
কি বুঝবো মা সংসারের জ্বালা
স্বামী, শ্বশুরের ঘরে।
কম বয়সে প্রসব বেদনায়
বৃথাই জীবন যাবে,
আমার মরণে তুমিও তো মা
বিচ্ছেদ বেদনা পাবে।
তাইতো বলি নিজের পায়ে
স্বাবলম্বী হতে দাও,
নারী বিকাশের জন্য মাগো
সরকারের গুন গাও।