আজি এ ফাগুনের দিনে
মন যে আউল বাউল প্রায়,
পলাশ বনে,আম্র কাননে
মধুকর মন আমারও ধায়।
আজ একতারা আর দোতারা
ঝংকার কয় তোলে রে,
মাঠের পথে বাউল সুরে
হৃদয় কয় আর দোলেরে।
কোথায় গেল সাধের বাউল
প্রাণ মাতানো বিরহী গান,
বাল্যবধি শ্রবণ করে
রয়ে গেছে স্মৃতির টান।
মনে পড়ে ভর দুপুরে
জৈষ্ঠ্য মাসের এমনি দিনে,
দাদুর সাথে রঙ্গ রসে
মন মজিত বাউল গানে।
আজ মনযে উদাস আমার
ব্যকুল করা সুর যে নাই,
কোথায় গেল সাধের বাউল
কোথায় গেলে শুনতে পাই।
কোথায় গেল প্রাণের বাউল
বাউল গানে মন জুড়ায়,
আজি এ ফাগুনের দিনে
মন যে আমার বাউল প্রায়।