আবার এলো একুশে ফেব্রুয়ারী
গাইব শহীদদের জয় গান,
এবার তিনশ চৌষট্টি দিন
অবহেলায় থাকবে তাদের মান।
কেমন আজকে ভাষা দিবস
কোন সে ভাষার গাইছি গীত,
যে ভাষাতে ভাষার দিবস
সেই ভাষার তারিখই উপেক্ষিত।
বাংলা ভাষার এই সম্মানে
যাদের গর্বে বুক ফুলে,
তারাই আবার ছেলে পাঠাই
ইংলিশ মিডিয়াম স্কুলে।
ভাষা নিয়ে যাদের অহংকার
শহীদের এ কেমন সম্মান?
উচ্চশিক্ষার বড়াই করতে
বাঙালির আজ ব্যাংলিশে টান!
আজো রয়ে গেছে অনেক ভাষা
সংবিধানের অন্তরালে,
মায়ের ভাষা মায়ের সমান
সে ভাষাই তো তারাও বলে।
জন্মাবধি মায়ের মুখে,
যে ভাষাটাই শুনছি, বলি,
সে ভাষা আজো উপেক্ষিত
সে ভাষা মোর কুড়মালি।
ভাষা দিবস হবে তবেই সার্থক
সবাই নিজ ভাষায় পাবে অধিকার
ভাষা দিবসের তারিখটিও
বিদেশী ভাষার নিবে না ধার।