ঝর ঝর ঝর ঝরে বৃষ্টি  ধারা,
অন্তর বেদনা বহিয়া চলিছে,
বিরহিনী প্রেমিকার অশ্রু পারা,
আজো সেই বিরহ কথা বলিছে।


কৃষ্ণ পয়োধরের অশ্রু মোচন
হয়না হায় সৌদামিনী এলেও,
ভরিয়া চলিছে কেবল নয়ন,
অকস্মাৎ  প্রেমের দেখা হলেও।


ক্রমে ক্রমে বৃষ্টি থামিলে আবার
হৃদয় বেদনা গিয়াছে অতলে
হাসিতে ফুটিছে অধর তাহার
একে বিরহ কিম্বা মিলন বলে?