বিশ্বকাপের ফুটবল খেলাই
মেতেছে জগৎময়,
সব কবিই কবিতা লেখছে
আমাকেও লেখতে হয়।
দেখি একটা বলের পেছনে
কুড়ি কুড়ি জন ছুটছে,
গোল পোষ্টে বল নিয়ে যেতে
অসহায় মাথা কুটছে।
আমার জন্য কোন একদল
না ভাল না মন্দ,
যে দলটাই ভাল খেলবে
সে দলটাই পছন্দ।
উরুগুয়ে, ব্রাজিল কিম্বা
হোক না পোর্তুগাল,
রাত জেগে তাদের খেলা দেখে
কেন চোখ করবো লাল।
হোক নেইমার, হোক না মেশি
হোক না আরো কেউ,
কেউবা হারুক কেউবা জিতুক
করবো না ঘেউঘেউ।
বিশ্বকাপের বিশ্ব খেলায়
এ বড়ই আফসোস,
একশো তিরিশ কোটির দেশেও
নেই যে ভারত দেশ!