মায়ায় ভুলে হারিয়ে গেলাম
ভবলোকের রঙ্গে,
যাবার বেলায় চেতন হলো
কিছুই যাবে না সঙ্গে।


জনক,জননী,স্বামী,স্ত্রী
আর তনয়া,তনয়,
নিজের বলে ভাবতে থাকি
সারা জগৎময়।


হায় হায় হায় করে করে
কাগজ কুড়িয়ে চলি,
জমিজমা,ঘর সম্পদ
আপন আপন বলি।


কিন্তু এ মন বুঝলো না রে
এসেছি হাত শূণ্য,
যাবার কালে হেথায় পড়ে
রইবে সকল পণ্য।