মাগো এবার ছুটি আমায় দে না
সকাল থেকে পড়ছি বসে বসে,
বাংলা, ভূগোল, ইংরেজীও তো হলো
শেষ করেছি অঙ্ক গুলোও কষে।
বামুন পাড়ার ছেলেগুলো দেখো
খেলছে কত নাম না জানা খেলা,
আমায় তুমি পড়তে শুধু বলো
তারা খেলে খেলে কাটায় দেখো বেলা।
তাদেরও তো অনেক পড়া আছে
তাদের মা যে পড়তে নাহি বলে,
তবে তুমি কেন কানটা ধরে বলো
'খেলতে পাবে পড়া আগে হলে'।
স্যার বলেছেন পড়ার সাথে সাথে
খেলারও খুব আছে প্রয়োজন,
খেলা করলে স্বাস্থ্য ভাল থাকে
খেলা করলে পড়ায় বসে মন।
তাইতো বলি ছুটি আমায় দে না
খেলে স্বাস্থ্য গড়বো মন বসাবো পড়তে
সেকেণ্ড যদি হয় ফাস্ট যদি না হয়ে
তখন বলোনা আর একটু না হয় খেলতে।