অতিমারি আজ বিশ্ব জুড়ে,
আক্রান্ত সারা দেশ,
রাজ্য, শহর, গ্রামেও এবার
জানিনা কোথায় শেষ।
তবু মানুষের হয়না চেতনা
ভাঙছে সকল বিধি,
ডাক্তার-পুলিশ মোদের বাঁচাতে
লেগে আছে নিরবধি।
প্রশাসন আজ মোদের তরেই
করছে ত্রাণের বিলি,
আমরা তবু বেপরোয়া হয়ে
দিচ্ছি নিয়ম বলি।
জীবন তো আর শত্রু নয়
শত্রু হচ্ছে মারণ,
লকডাউনে বন্দি থাকার
শুনছে না কেউ বারণ।
মাস্ক খানিও ঝুলছে গলায়
কিম্বা পকেট গত
পুলিশ দেখেই যার পর নাই
হয়ে পড়ছেন ত্রস্ত।
স্বভাব খানা এমন যেন
পুলিশই ভাইরাস,
নাসারন্ধ্রে ঢুকবে গিয়ে
করোনা নাম ত্রাস!
স্ত্রী, সন্তান, মাতা, পিতায়
অবহেলা আজ করে,
সৈন্য হয়ে লড়ছে তারা
মোদের জীবন তরে।
ডাক্তার-নার্স-পুলিশ আর
সাফাই কর্মী যত,
কোভিড নামক শত্রুর সাথে
লড়ছে অবিরত।
মানব সেবাই নিয়োজিত প্রাণ
হে বীর সকল যোদ্ধা,
আমার কবিতা কলম কালিতে
জানাই গভীর শ্রদ্ধা।


০১/০৯/২০
রাত্রি ১০:৪০