ঠাটবাটেতে কম যায় না
দেশের শুনি হাল,
প্যাসেঞ্জারের ঠাসাঠাসিতে
বুলেট গতির চাল।
ডিজিটালের রমরমাতে
পাশবুকেটি ফাঁকা,
সফটওয়্যারের হ্যাকিং জোরে
ব্যাঙ্কের খাতায় ডাকা।
চন্দ্রাভিযান মঙ্গলেতেও
ধুম জমেছে বেশ,
তবেই হবে উন্নত দেশ
ধনী দেশের রেশ।
পরের ধনে পোদ্দারিতে
চার্বাক নীতি কথা,
আজকে দেশের বানভাসিতে
হাহাকারের ব্যথা।
গরীব মরে খিদের জ্বালায়
বেকারের হাহুতাশা,
পাওনা গন্ডা নেতারা গুনে
সেদিক সঠিক দিশা।
হোকনা দেশ জর্জরিত
ধনী দেশের ঋণে,
নেতার জ্বালায় অতিষ্ঠ আজ
ভারত মাতার প্রাণে।