ইহকালের সকল মায়া,
নাতি পুত্র কন্যা জায়া
আত্মীয় স্বজন সকলে।
চলে গেলে দুঃখ দিয়ে,
রয়ে গেলে স্মৃতি হয়ে,
সবারে ভাসায়ে অশ্রুজলে।।
গুরু জন ছিলে মান্য,
আশীর্বাদে হতাম ধন্য,
বিপদে আপদে ভরসা জোগাতে।
দুঃখ নিয়ে কাছে গেলে,
ভুলে যেতেম অবহেলে,
পরম আদরে স্নেহ দিতে।।
আপন জনের হাহাকার,
সহ্য হয় না যে আর,
আত্মীয় স্বজনের চোখে জল।
দাদু দাদু ডাকে নাতি
শুনে ফেটে যায় ছাতি
কি করে বুঝায় তারে বল।
জানি এই সংসারে
রবে না কেহ চিরতরে
তবু কেন ব্যথা লাগে বুকে।
ইহকাল পরকাল
ছেড়ে এই মায়াজাল
যেখানে থাকো, থাকো যেন সুখে।


আমার বন্ধুর বাবা দুর্ঘটনায় পড়লে যে জম্মু কাশ্মীরের ভ্রমণ বাতিল করে ফিরে এসেছিলাম।যাহা "দুঃসংবাদ" কবিতাই  প্রকাশ করছিলাম।সেই বন্ধুর বাবা গত পরশু পরলোক গমন করলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনায় আমার এই ছোট্টো প্রচেষ্টা। বিগত দুই দিন কারো পাতায় যেতে পারি নি তাই সকল প্রিয় কবিগনের কাছে ক্ষমা চাইছি। ধন্যবাদ।