ইচ্ছে করে হারিয়ে যেতে
নীল আকাশের মাঠে
ইচ্ছে করে পাল তুলে দি
উজান নদীর ঘাটে।
ইচ্ছে করে বন বাদাড়ে
তেপান্তরে হাঁটি
ইচ্ছে করে নদীর স্রোতে
একলা সাঁতার কাটি।
ইচ্ছে করে ঝর্ণা ধারার
শীতল জলে ভিজি,
ইচ্ছে করে হারিয়ে নিজে,
নিজেকে আবার খুঁজি।
ইচ্ছে করে লক ডাউনের
বন্দি দশা ছেড়ে,
বেরিয়ে পড়ি ক্লান্ত শরীর
কটমটিয়ে ঝেড়ে।
ইচ্ছে করে হাঁটছে যারা
শ্রমিক পরিযায়ী,
ঘাড় মটকে শাস্তি দেবো
এ কষ্টে যারা দায়ী।
ইচ্ছে করে অনাহারীর
অন্ন দিতে মুখে,
ইচ্ছে যখন হয়না সফল
কান্না জমে বুকে।
ইচ্ছে গুলি গুমরে মরে
হয়না যখন পুরণ,
ইচ্ছে সুখের ইচ্ছে গুলির
ইচ্ছে করে মরণ।