আসরের শ্রদ্ধেয় প্রিয় কবি সঞ্জয় কর্মকার মহাশয়ের একটি কবিতা ব্যান প্রসঙ্গে আমার এই কবিতা।


আম্র কাননের একটি মুকূল অকালে যদি যায় গো ঝরে,
ব্যথায় কি আর কাঁদেরে বৃক্ষ সেই ছোট্টো ফলের বিদায় তরে।
গোলাপের  কথা কত আর বলি কুড়িতে তো সবাই নেই গো তুলে,
অবৈধ প্রণয়ের বশীভূত হয়ে কত না ভ্রুণের মৃত্যু হয় অকালে।
কতনা কবিতা হারিয়ে যায় ছেঁড়া কাগজের পাতায় রাখা,
কতনা মুছেছে নয়নের জলে অদ্বিতীয় সব ছবি গুলিও আঁকা।
দু:খ তাতে লাগে বৈকি
এক একটা কবিতার অপমৃত্যু হলে,
দিনের আলো যার ফুরাল
আর রাতের আলো আর না  জ্বললে।